Advertisment

কম্পিউটার টেস্টঃ মানে "control+s" বা একটু পর পর কাজ সেভ করা 

#Computer_test: (50 marks, 30 minutes) 

**MS Word: Copy-paste a passage from text document to Word (  save in desktop ), spelling and grammatical mistakes correction, custom spacing, margin, page size set-up, alignment set-up, font set-up , UPPER CASE , lower case , header, footer, page number, bold, italic, underline, 

**MS Excel: Make table, sum, average, column chart ,  ( for safe journey learn some simple formula like sum, average, ranking, max value , min value ) 

**MS PowerPoint: Title slide, font set-up, create table, pie chart

কোনো কাজ করেই সেভ করবেন , কারণ যেকোনো সময় কম্পিউটার রিস্টার্ট নিবে । তবে যা বুঝলাম ১৫ থেকে ২০ মিনিটের রেঞ্জে বেশি রিস্টার্ট নেয় , তবে আগে পরেও হতে পারে । 

অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট থেকে আসে, তবে লাস্ট টাইম শুধু অফিস+এক্সেল দিছে । প্রাকটিস অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই ৩ টাই কইরেন । 

Learn More

  • IFIC Bank TSO CPT Test Question January 2022
  • IFIC Bank TSO Initial VIVA Real Experience January 2022
  • IFIC Bank TSO Final VIVA Exam Question | Real Experience
  • IFIC Bank TSO Written Exam Question December 2021
  • মার্চের ২ তারিখের কম্পিউটার টেস্টের প্রশ্নের প্যাটার্নঃ 

    ওয়ার্ডঃ

    • ১। একটা প্যাসেজ কপি পেস্ট
    • ২। কিছু ভুল ছিল প্যাসেজে, সেগুলা কারেকশন করতে হইছে
    • ৩। পেইজ মার্জিন, Gutter কাস্টমাইজেশন
    • ৪। ফন্ট , ফন্ট সাইজ কাস্টমাইজেশন , কিছু ওয়ার্ড Bold করা , Underline করা , প্যাসেজের টাইটেল সব UPPERCASE করা
    • ৫। লাইন স্পেসিং, Header এ নিজের নাম, Footer এ পেইজ নাম্বার
    • ৬। প্যাসেজের লাস্ট ৭ লাইন বুলেট স্টাইল
    • ৭। একটা টেবিল করতে হইছে, প্রশ্নে যেমন দেয়া ছিল

    এক্সেলঃ

    • ১। মার্ক শিট দেয়া ছিল , সেগুলার টোটাল বের করতে বলছে
    • ২। টোটাল বের করতে হবে SUM ফর্মুলা দিয়ে
    • ৩। স্টুডেন্ট নেম, আইডি নাম্বার আর টোটাল মার্ক্স দিয়ে কলাম চার্ট ( Column Chart ) করতে বলছে ,প্রশ্নে যেমন দেয়া ছিল তেমন করে ।

Post a Comment

Leave with comments

Previous Post Next Post

Advertisement

Advertisement