Advertisment

IFIC Initial Viva Experience - 1

জুমে ঢুকে স্যার কোথায় পড়াশোনা করেছি জানতে চাইলো।
নিজেই সিভি দেখে বলছেন আপনি এগ্রিকালচার এ অনার্স করেছেন। 
১.এগ্রিকালচারের সাব সেক্টর গুলো কি কি?
২. এরিয়া এপ্রোচ কি জানেন?
৩. আপনার ব্রাঞ্চ সাতক্ষীরা, এই ব্রাঞ্চে ক্রেডিট বাড়াতে চাইলে আপনি কি কি এরিয়া এপ্রোচ করবেন?
৪. ক্লাস্টার কি জানেন?
৫.IFIC full form কি?
৬.TSO full form কি
৭.Job responsibility of TSO 
আপনাকে যেকোন জায়গায় পোস্টিং দিলে কাজ করবেন?.
এই হচ্ছে আজকে আমার ভাইভা অভিজ্ঞতা।

IFIC Initial Viva Experience - 2

Board : 02, Serial : 33
Full Interview has been conducted in English. Bengali Version is Given Below✨
ম্যামঃ আপনি কি এমবিএ করছেন?
আমিঃ জ্বী ম্যাম
ম্যামঃ কোথা থেকে? কোন ডিপার্টমেন্ট? 
আমিঃ উত্তর দিলাম
ম্যামঃ কোন জিনিসগুলা আপনাকে অন্যদের থেকে আলাদা করে?
আমিঃ উত্তর দিলাম।
ম্যামঃ ব্যাংক এর মেইন ফাংশন গুলা কি কি?
আমিঃ উত্তর দিলাম
ম্যামঃ ব্যাংক প্রফিট করে কিভাবে?
আমিঃ উত্তর দিলাম
ম্যামঃ কোন পোস্টের জন্য আপনি এপ্লাই করেছেন?
আমিঃ উত্তর দিলাম
ম্যামঃ TSO এর জব রেস্পনন্সিবিলিটিস গুলা কি কি?
আমিঃ উত্তর দিলাম
ম্যামঃ IFIC ব্যাংক এর প্রোডাক্টগুলা কি কি?
আমিঃ উত্তর দিলাম।
স্যারঃ আপনি এত এত ইনফরমেশন সংগ্রহ করেছেন কেন?
আমিঃ উত্তর দিলাম
এর পর ধন্যবাদ দিলাম। ইন্টারভিউ শেষ। ইন্টারভিউ বোর্ড এর সবাই খুব Cooperative ছিলো।
ধন্যবাদ সবাইকে। শুভকামনা

IFIC Initial Viva Experience - 3

Initial Interview অভিজ্ঞতাঃ
Board–2
Serial-7
HR-3 persons
সব প্রশ্ন ম্যাডাম ই করেছেন।
সময়ঃ ১১:৩০-১:৩০ 
প্রথমেই সালাম দিলাম। সালাম নিয়েই সরাসরি প্রশ্ন শুরু-
১। কেন ব্যাংকিং সেক্টরে আসতে চান?
ইংরেজিতে বলতে বলছিল।
২।ব্যাংক রেট কি?
৩। NSS, INN কি? (টার্ম ২ টা সঠিক মনে করতে পারছিনা তবে এরকম ই হবে)
৪।ব্যাংকিং বিজনেস কি?
এই ৪ টা প্রশ্ন।
১,২ নং পারছি। বাকিগুলো বলছি এখন মনে করতে পারছিনা।
তবে ম্যাডাম শেষে সব প্রশ্নের উত্তর দিয়ে দিল এবং আমাকে বই খুলে মিলাতে বলল যে তিনি যা বলছেন ঠিক আছে কি না।
বিঃদ্রঃ আমার সাবজেক্ট ফাইন্যান্স ও ব্যাংকিং তাই এসব প্রশ্ন করেছে।

IFIC Initial Viva Experience - 4

৬ তারিখ TSO Initial ভাইভা দিসিলাম অনেকগুলাই প্রশ্ন করেছিলো!
১.Introduce yourself!
২. TSO কি?
৩.এসএসসি,এইচএসসি রেজাল্ট এত্ত ভালো অনাকের রেজাল্ট এর এ অবস্থা কেন!
৪. TSO Responsibility গুলা কি?
৫.IFIC নিয়ে কি কি জানেন? 
সবগুলাই ঠিকঠাক আন্সার দিসি। 
এরপর শেষে আরেকজন টিচারকে আস্ক করতে  বললো উনি ২ টা প্রশ্ন করসে একটাও পারিনাই কয কমন প্রশ্নের বাইরে ছিলো! 
একটা মেবি ব্যাংক ম্যানেজমেন্ট কি আরেকটা মনে নাই!
মনে হয় না রিটেনে কল পাবো!

IFIC Initial Viva Experience - 5

IFIC_TSO_Initial_Viva অভিজ্ঞতা
পরীক্ষার আগের দিন এই গ্রুপ আমাকে খুব Help করেছে,  তাই ভাবলাম আমার করা ভুল গুলো আপনাদের সাথে শেয়ার করি।  যারা নতুন ভাইভা দিবেন তাদের হয়তো সুবিধা হবে।
#ভাইভা
♠ ভাইভার বেশির ভাগ বাংলায় হয়েছে 
♠ যে প্রশ্ন জিজ্ঞাস করেছিলো
     ১. Introduce Yourself
     ২. ইঞ্জিনিয়ারিং পড়ে কেন ব্যাংকে আসতে চান?
     ৩. দাড়ি কি আপনি এমনি রাখেন?
     ৪. ইঞ্জিনিয়ারিং যেহেতু পড়েছেন, আপনার কোন   
         পেপার পাবলিশ হয়েছে কিনা? 
     ৫. আপনার পেপার সম্পর্কে কিছু বলুন। 
     ৬. কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ পারেন কি?
     ৭. ব্যাংক ইঞ্জিনিয়ার নিয়োগে কিভাবে উপকৃত হবে ?
           
সব প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছিলাম, 
হঠাৎ ৩ নং  প্রশ্ন করা ব্যক্তি বললেন,  আপনার পোশাক ও দাড়ি ফরমাল হয়নি।  Next Time খেয়াল রাখবেন। আমি Sorry বললাম।  আর মনে মনে ভাবছিলাম চাকরী টা হারালাম।  
ছবি টা নিছক আমার গেট আপ সম্পর্কে আপনাদের ধারনা দেবার জন্যে।

IFIC Initial Viva Experience - 6

IFIC_TSO_Initial_Viva অভিজ্ঞতা
#TSO
#initial interview 
যারা সামনে এই ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের জন্য, 
#TSO পদের কাজ কি কি?? 
উত্তর ঃ*ফ্রন্ট লাইনে  সেবা প্রদানকারী হিসেবে এ্যাকাউন্ট খোলা, 
*চেক বই ইস্যু ও জেনারেল ব্যাংকিং এর সকল কাজ,
*কার্ড বা মোবাইল ব্যাংকিং অপারেশন, 
*ক্যাশ রিসিপ্ট ও পেমেন্ট 
* ফরেন রেমিট্যান্স পেমেন্ট 
এগুলোই মোটামুটি।

IFIC Initial Viva Experience - 7

IFIC_TSO_Initial_Viva অভিজ্ঞতা
মাত্র initial viva দিলাম তারা আমাকে শুধু ব্যাক্তিগত কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো
১.আপনার নাম কি?
২.নিজের সম্পর্কে কিছু বলুন
৩.আপনার বাবা কি করেন?
৪.ঢাকার বাহিরে হলে জব করবেন কি না।
এগুলো জিজ্ঞেস করে হঠাৎ ওরা মিটিং শেষ করে দিলো। এখন আমি বুঝতে পারতেছিনা আমাকে কি সিলেক্ট করবে নাকি বাদ দিয়ে দিবে।

IFIC Initial Viva Experience - 8

Initial Viba
নাম- বললাম
Introduce Yourself- বললাম
Working Capital- বললাম
TSO Meaning- বললাম
One stop service - বললাম
২০১৯ এ MBA পাশ করে স্টাডি গ্যাপ কেন - করোনা জটিলতায় ২০২১ এ রেজাল্ট পাবলিশ
শেষ 
৪৫ সেকেন্ড ভাইবা

IFIC Initial Viva Experience - 9

Initial interview: 
2-3 min
Ki question korbe?
4 ta board,every board e 3 jon kore thake.
Onader ja icche ta e question korte pare.
Normally ja question kore:
Nam,babar nam,ma er nam.
Family details. 
The end
Tell me something about yourself, 
Bank e kno job korte can?
The end.
Email print out kore nite bola ache.
Nile good,na nile no problem. 
Apni reception e just apnar tracking id bolte parle e done.
The Main point: 
#Smartness #
For girl:
Any comfortable dress.
For boys:
Apnar jodi complete suite thake must porben with tie.
Jodi blazer thake must porben with tie.
Blazer na thakle no problem. 
Formal shirt pant porben tie must.
Amr moto jader tk kom tara motijhill theke kom price e sundor shirt r tie kinte parben.
Main kotha apnake must handsome r confident dekhate hobe,bojhate hobe apni job ta k priority dicchen.
Sathe kono papers ante hoy na,so papers nea cinta korben na.
R jodi ante can tobe nea aste paren.

Post a Comment

Leave with comments

নবীনতর পূর্বতন

Advertisement

Advertisement