Advertisment

 কম্পিউটার টেস্টঃ মানে "control+s" বা একটু পর পর কাজ সেভ করা 

#Computer_test: (50 marks, 30 minutes) 

**MS Word: Copy-paste a passage from text document to Word (  save in desktop ), spelling and grammatical mistakes correction, custom spacing, margin, page size set-up, alignment set-up, font set-up , UPPER CASE , lower case , header, footer, page number, bold, italic, underline, 

**MS Excel: Make table, sum, average, column chart ,  ( for safe journey learn some simple formula like sum, average, ranking, max value , min value ) 

**MS PowerPoint: Title slide, font set-up, create table, pie chart

কোনো কাজ করেই সেভ করবেন , কারণ যেকোনো সময় কম্পিউটার রিস্টার্ট নিবে । তবে যা বুঝলাম ১৫ থেকে ২০ মিনিটের রেঞ্জে বেশি রিস্টার্ট নেয় , তবে আগে পরেও হতে পারে । 

অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট থেকে আসে, তবে লাস্ট টাইম শুধু অফিস+এক্সেল দিছে । প্রাকটিস অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই ৩ টাই কইরেন । 

মার্চের ২ তারিখের কম্পিউটার টেস্টের প্রশ্নের প্যাটার্নঃ 

ওয়ার্ডঃ

১। একটা প্যাসেজ কপি পেস্ট

২। কিছু ভুল ছিল প্যাসেজে, সেগুলা কারেকশন করতে হইছে

৩। পেইজ মার্জিন, Gutter কাস্টমাইজেশন

৪। ফন্ট , ফন্ট সাইজ কাস্টমাইজেশন , কিছু ওয়ার্ড Bold করা , Underline করা , প্যাসেজের টাইটেল সব UPPERCASE করা

৫। লাইন স্পেসিং, Header এ নিজের নাম, Footer এ পেইজ নাম্বার

৬। প্যাসেজের লাস্ট ৭ লাইন বুলেট স্টাইল

৭। একটা টেবিল করতে হইছে, প্রশ্নে যেমন দেয়া ছিল

এক্সেলঃ

১। মার্ক শিট দেয়া ছিল , সেগুলার টোটাল বের করতে বলছে

২। টোটাল বের করতে হবে SUM ফর্মুলা দিয়ে

৩। স্টুডেন্ট নেম, আইডি নাম্বার আর টোটাল মার্ক্স দিয়ে কলাম চার্ট ( Column Chart ) করতে বলছে ,প্রশ্নে যেমন দেয়া ছিল তেমন করে ।

CPT Real Experience By Candidate

Today's #CPT Experience: 

16/08/2021....  2:00 PM 

🚩Total marks 50 and Time 30 minutes only. 

⛔ প্রথম কাজ হলো নিজ নাম এবং ট্র‍্যাকিং আইডি দিয়ে একটি ফোল্ডার ডেক্সটপে তৈরি করতে হবে। সেটার ভিতর ওয়ার্ড এবং এক্সেল ফাইলও নিজ নাম এবং ট্র‍্যাকিং আইডি দিয়ে তৈরি করতে হবে। কাজ শুরু করার পর একটু পর পর ctrl+s চেপে সেভ করতে হবে। যদিও আমাদের স্লটে কম্পিউটার সাটডাউনের প্রব্লেম হয় নি। একটি প্রশ্নপত্র দেয়া হবে যার উপর নাম, স্বাক্ষর, ট্রাকিং আইডি এবং তারিখ লিখতে হবে।

⛔ MS Word:

ওয়ার্ডের কন্টেন্ট ডেক্সটপের আলাদা একটা ফোল্ডারে দেয়া ছিলো। সেখানে একটা টেক্সট ফাইল এবং ৭জন বীরশ্রেষ্ঠের ছবি দেয়া ছিলো। মোট ৮টা ইন্সট্রাকশন ছিলো ওয়ার্ডে। প্রথমে আমাদেরকে দেয়া টেক্সট ফাইলটা কপি করে ওয়ার্ডে নিতে হবে। প্লিজ এভয়েড টাইপিং। যতদূর মনে পড়ে কাজগুলো ছিলো নিম্নরূপ:

* ভুল বানান শুদ্ধ করা

* ফন্ট স্টাইল ও সাইজ, এলাইনমেন্ট  ঠিক করা 

* হেডলাইন নির্দিষ্ট ইন্সট্রাকশন অনুযায়ী পরিবর্তন করতে হবে (bold & style, underline, uppercase)

* হেডার এবং ফুটার এড করা

* ওয়াটার মার্ক এড করা

* প্রশ্নে একটা টেবিল দেয়া ছিলো সেই অনুযায়ী টেবিল তৈরি করে ওয়ার্ড থেকেই কন্টেন্ট কপি করে নিয়ে বসানো। টেবিলে সেল কালার এবং মার্জ করার কাজ ছিলো। 

* পেজ মার্জিন এবং গাটার এড করা।

* একটা টেবিল তৈরি করে যে ৭জন বীরশ্রেষ্ঠদের ছবি দেয়া ছিলো সেগুলো এড করতে হয়েছিলো। (পিক সাইজ এডজাস্ট করতে প্রবলেম হয়েছিলো সেলে ফিট হচ্ছিলো না। 😬)  

 next.....

⛔ MS Excel:

total number of tasks= 3

* ৫জনের ৩টি সবজেক্টের মার্ক্স একটা টেবিলে দেয়া ছিলো। হুবুহু সেই টেবিলের মতো একটি টেবিল তৈরি করতে হবে এক্সেল ফাইলে। এডিট গুলা মাথায় রাখতে হবে। (ফন্ট বল্ড, সেল কালার এবং এলাইননেন্ট)।

* টোটাল মার্ক্স কাউন্ট করতে হবে। 

Ex.formula =SUM(B2:E2)

* একটা কলাম/বার চার্ট তৈরি করতে হয়েছিলো এক্সেলের করা সেই ফাইল থেকে ডাটা নিয়ে। চার্টের পিক প্রশ্নে দেয়া ছিলো।

[কাজ শেষ করার পর সময় থাকতে ফাইলগুলো রিওপেন করে দেখবেন।]

🚩টিপস ফর ফাইনাল ভাইবা: (from the examiner)

🤷‍♀️ আপুদের জন্য- সালওয়ার কামিজ,  শাড়ি পরলে ফুল পিন-আপ করে পরতে হবে, চুল সুন্দর সেটাপ করে আসতে হবে। ফরমাল সু পরতে হবে। 🤔 কাপড়ের রঙ যেন হালকা হয়। যারা বোরখা পরেন তারা সলিড কালার পড়বেন। এভয়েড মাল্টিকালার এন্ড প্রিন্টেট কালার।

🤷‍♂️ ভাইয়াদের জন্য- ফুল ফরমাল, টাই+স্যুটেড-কোটেড হলে ভালো। বেল্ট এবং জুতার কালারে ম্যাচ থাকতে হবে। 🙄 এগেইন কাপড়ের কালার হালকা হতে হবে। যারা দাড়ি রাখেন তারা ট্রিম করে নিবেন যাতে এলোমেলো না লাগে। যারা শেভ করেন তারা ক্লিনশেভ করে নিবেন। 

Post a Comment

Leave with comments

নবীনতর পূর্বতন

Advertisement

Advertisement