Advertisment


IFIC Bank TSO Initial VIVA Real Experience - 01

Initial viva DEC/2021
Time: 15 mins approximately
পুরোটাই ইংরেজিতে নিছে। আমি বাংলায় লিখতেছি এখানে।
১. চাকরির জন্য প্রিপারেশন নিছেন? কি কি করছেন বলেন।
২. পড়াশোনার সাথে চাকরির সম্পর্ক কিভাবে দেখেন?
৩. এতজনকে আমরা চাকরিতে নিচ্ছি কেন বলে মনে করেন?
৪. আপনি কোনো শহরে স্থির না থেকে একবার এখানে আরেকবার ওখানে থাকছেন, এমন কেন?
৫. বাবা কি করে?
৬. ফ্যামিলিতে কয়জন?
ok, nice talking to you.

IFIC Bank TSO Initial VIVA Real Experience - 02

Initial Viva- December 2021
Board No:- 04
Serial No:- 33
Ma'am:- Mr. Nowshad Ahamed, What's Your Serial Number?
Me:- Answered.
Ma'am:- Tell me About Yourself?
Me:- Answered.
Ma'am:- কম্পিউটার সাইন্স পড়ে ব্যাংকিং সেক্টরে কেন আসতে চাচ্ছেন? ( বাংলায় জিজ্ঞেস করলো)
Me:- Answered
Ma'am:- আপনি কোন পোস্টে এপ্লাই করেছেন?
Me:- Answered.
Ma'am:- TSO এর রেপন্সিবিলিটি কি কি?
Me:- Answered.
Ma'am:- Cross Function বলতে কি বুঝায়?
Ma'am:- দুঃখিত। এই মুহুর্তে মনে পড়ছে না।
Ma'am:- ঠিক আছে। ( তারপর স্যারকে বললো, স্যার আপনি জিজ্ঞেস করেন)
Sir:- Best of Luck Nowshad.
Me:- Thank you Sir.

IFIC Bank TSO Initial VIVA Real Experience - 03

Initial Viva Experience (on Zoom):
Date: 09/12/2021
Time: 10:40 a.m
Board- 01
2 person took my viva
1 sir & 1 madam
1st ma'am asked: How are you?
Answered
Ma'am: You are doing MBA
Answered
Ma'am: When will your MBA complete
Answered
Ma'am: If we post you outside of Dhaka how will you do your MBA
Answered
She asked sir to ask question
Sir: Why is your BBA CGPA low?
Answered
Sir: Why you changed your major in MBA
Answered
Sir: Tell me the functions of Central Bank ( Because my major is Banking and Insurance)
Answered
Sir: Tell me some formula that Central Bank follows
Answered
Sir: Tell me about the CRR ratio
Answered
OK Best of luck
It was almost 5-7 minutes interview
Alhamdulillah I got mail to sit in the written exam
This is my experience

IFIC Bank TSO Initial VIVA Real Experience - 04

Initial viva:Dec/2021
3:36 pm
ম্যাম:
1.introduce yourself.
2.আপনি তো ২০১৮ তে স্নাতক শেষ করেছেন,কেন সরকারি বাদ দিয়ে বেসরকারি জব করতে চান?
3.ব্যাংকিং প্রিপারেশন নিচ্ছেন নাকি অন্য কিছু?
4.IFIC'র কয়েকটি প্রোডাক্ট এর নাম বলেন।
5.আপনি লিভ নেন।

IFIC Bank TSO Initial VIVA Real Experience - 05

Initial viva experience:
Post: TSO
Date: 2 dec
Duration: 3 min
HR: Naeem hossain right?
Me: yes sir.
HR: Why do you choose banking as an agriculturist?
Me: Delivered
HR: Full form of IFIC?
Me: Replied
HR: How bank generate profits?
Me: Partially Answered
HR: When IFIC founded?
Me: sorry sir
HR: ok. See you soon
Disconnected!!
No idea about the probability for next round.
Keep me on your prayer.

IFIC Bank TSO Initial VIVA Real Experience - 06

Board-3
Initial viva
11.00-1.0 pm
গ্রুপ থেকে ও ফ্রেন্ডসদের কাছ থেকে জেনেছিলাম ভাইভা শুরু হওয়ার ৩০ মিনিট / ১০ মিনিট আগে ই- মেইলে লিংক আসবে। সেভাবেই প্রস্তুতি নিয়ে বসে ছিলাম, কিন্তু ১১.২০ বেজে গেলেও তখনও লিংক আসে নাই, খুব টেনশন কাজ করছিল মাথায়। তারপরে লিংক দিছে ১১.৩৫ য়ে। আমার কল আসে ১২.২০ য়ে,  বোর্ডে দুইজন ছিল।  কিন্তু বিপত্তি বাধে জুমে অডিও কানেক্ট করা নিয়ে,  উনারা বারবার হেডফোনে হাত দিয়ে বলছিলেন আপনার কথা কিছুই শুনতে পাই না। কিছুসময় এভাবে থাকার পর ডিসকানেক্ট হয়ে যায়। হতাশ হয়ে পড়ি তখন, এত প্রিপারেশন নিয়েও যদি ভাইভাটি না দিতে পারি,  আর গ্রুপে বেশ কয়েকটা পোষ্টে দেখছি একবার ডিসকানেক্ট হয়ে গেলে পুনরায় আর সুযোগ পাওয়া যায় না। তবুও বসে ছিলাম, ১২.৫৯ মিনিটে আবার কানেক্ট হয় এবং অবশেষে ভাইভা টা দিতে পারি।
Question:
1. Introduce yourself & family
2.Amr subject er sathe post er relation ki
3.4P
নতুন যারা ভাইভা দিবেন তাদের উর্দশ্যে বলবো i troduce your self টা ভালভাবে বলার চেষ্টা করবেন, মুলত এইটার উপর ভাইভায় ফোকাস থাকে বেশি।

IFIC Bank TSO Initial VIVA Real Experience - 07

initial Viva
December/2021
1st Question -Introduce Yourself
2nd Question  (বাংলায়) - আপনি ইঞ্জিনিয়ারিং পড়ে কেন ব্যাংকে আসতে চান?  
মাত্র দুইটা question ই করা হয়েছিল৷ আর কিছু বলেনি৷ আপনি ভালো থাকেন৷ পরে যোগাযোগ হবে৷ এখন আল্লাহই ভালো জানেন যোগাযোগ করবে কিনা৷

IFIC Bank TSO Initial VIVA Real Experience - 08

এই মাত্র initial viva দিলাম, কিছুটা nervous ছিলাম।
 ভাইভা বোর্ডে একজন ম্যাম আর একজন স্যার ছিলেন।
আমাকে অ্যাড করার পর প্রথমেই ম্যামকে দেখলাম। আমি সালাম দিলাম।
১ম প্রশ্ন: মঞ্জুর - ই - এলাহী নাদিম, আপনি কেমন আছেন?
- একটু হাসি মুখে উত্তর দিলাম, আলহামদুলিল্লাহ ম্যাম ভালো আছি। আপনি ভালো আছেন?
উত্তর দিয়ে ২য় প্রশ্ন: জ্বি আপনি কোথায় আছেন? কুমিল্লায়.? আমি দেখতে পাচ্ছি আপনি MSc appeared দিয়েছেন।
- জ্বি ম্যাম আমি কুমিল্লায় আছি, রিসেন্টলি পরীক্ষা শেষ হয়েছে।
৩য় প্রশ্ন: আপনার ফ্যামিলিতে কে কে আছেন?
- উত্তর দিলাম
৪র্থ প্রশ্ন: আপনার বাবা কি করেন?
- বললাম।
৫ম প্রশ্ন: (আব্বুর জব ঢাকায়) তাই উনি জানতে চেয়েছেন, আপনি কুমিল্লায় পরিবারের সাথেই থাকেন?
- বললাম
৬ষষ্ঠ প্রশ্ন: আচ্ছা আপনি তো Mathematics এ পড়েছেন ব্যাংকে কেন আসতে চান?
- বললাম
৭ম প্রশ্ন: সরকারি জব পেলে কি ব্যাংক ছেড়ে দিবেন? মানে আপনার যদি BCS এ জব হয়ে যায় তাহলে কি চলে যাবেন?
- অনেস্টলি বলেছি।
৮ম প্রশ্ন: আপনি যে পদে আবেদন করেছেন একটু বলেন?
- বললাম।
তারপর তিনি বললেন আচ্ছা ঠিকাছে, আরেকজন স্যার কে ডেকে বললেন, স্যার আপনার কোনো প্রশ্ন থাকলে করুন।
প্রশ্ন ১: (আমার নেট ঠিকই ছিল, ওনার নেট প্রব্লেম করতেছিল তাই আবার জিজ্ঞেস করলাম) উনি আবার বললেন, আচ্ছা আপনি জানেন এইযে আপনার এই পদে বা ব্যাংকে কাজ করতে হলে কি কি দরকার হয়?? ( একটু কষ্ট হয়েছে বুঝতে)
- তারপর ২-৩ টা skill এর কথা বলেছি। তারপর উনি আমকে থামিয়ে দিয়ে বললেন আচ্ছা ঠিকাছে। ভালো থাকবেন।  
আমিও সালাম দিয়েছিলাম, কিন্তু এর আগেই Disconnect করে দিয়েছেন।
এইতো, এটুকুই। পুরোটা বাংলায় ই ছিলো। শুধু শেষে ওই স্যার এসে english এ জিজ্ঞেস করেছেন।
আর আমার ড্রেস সম্পূর্ণ ফরমাল ছিলো। ক্লিন শেভ, স্যুট, ছোট চুল। মুখে কিছুটা হাসি হাসি ভাব রেখছি।
অভিজ্ঞ ভাইয়া, আপু, যারা আছেন একটু বলবেন কি, সিলেক্ট হবার সম্ভাবনা কতটুকু?
ধন্যবাদ।

IFIC Bank TSO Initial VIVA Real Experience - 09

TSO initial viva - December-2021
১১.৪৫ । viva time : 2/3 min.
English Department
Assalamualikum
আমার নাম
আপনার নামের ফুল মিনক্স?
আপনি কোন পোস্ট এর জন্য আবেদন করেছেন?
TSO এর ফুল মিনিক্স?
এই পোস্টের কাজ বলেন?
আপনি এখন কি করেন?
বাবা কি করে?
ইংরেজি পড়ে বাংকে কেন জব করবেন?
সব প্রশ্নের উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ।
দোয়া করবেন।

IFIC Bank TSO Initial VIVA Real Experience - 10

Initial Viva Experience:
Board: 4
স্যাঃ আপনার সিরিয়াল কত?
স্যাঃ তো সবুজ বিশ্বাস রসায়নে মাস্টার্স করেছেন, ব্যাংক কে আপনি কিভাবে সাহায্য করবেন?
স্যাঃ আপনি এখন কি করেন?
স্যাঃ আপনার বাবা কি করেন?
স্যাঃ অন্য কোন সরকারি চাকরীর চেষ্টা করছেন কি?
ম্যামঃ আচ্ছা আপনি তাহলে আসেন।
কি দরকার এই ডেকে নিয়ে যাওয়ার, আর কিই বা দেখলো, কিভাবেই বা রিটেনের জন্য সিলেক্ট করবে?
এত প্রশ্নের কোন উত্তর পাচ্ছিনা।
দেখি কি করে।

IFIC Bank TSO Initial VIVA Real Experience - 11

(Dec-2021) IFIC BANK -এর TSO- post এর initial viva অভিজ্ঞতাঃ-
ভাইভা শুরু হওয়ার পর শুধুমাএ ১ জন স্যারই ছিলেন।
আমিঃ- আসসালামুয়ালাইকুম স্যার
স্যারঃ- জি মাজেদ সাহেব আপনি কেমন আছেন...
আমিঃ- ans.
স্যারঃ- আপনি Engineering পড়েছেন X private university থেকে।  আপনার পিতা কী জব করেন?
আমিঃ ans.
স্যারঃ why choose banking?
আমিঃ may i answer this question in bangla?( বাংলায় আমি ভেবে রাখসিলাম ans করবো তাই permission নিই)
স্যারঃ- yeah, sure,  definitely u can..
আমিঃ- ans.
স্যারঃ কোন পোস্টের জন্য apply?
আমিঃ TSO
স্যারঃ full form.?
আমিঃ- ans.
স্যারঃ- ঠিক আছে ধন্যবাদ ।।
উলেখ্য, viva টি ২-৩ মিনিটের মধ্যেই শেষ হয়।(দুপুর ৩ টা থেকে শুরু হয়,আনুমানিক আমি ৩ টা -২০ এ সুযোগ পাই, ৩ টা ২২-২৩ এর দিকেই শেষ হয়ে যায় ) এবং স্যার অত্যন্ত  positivity+ easyness নিয়ে আমার সাথে viva এর শুরু থেকে শেষ পযন্ত ছিলো, এবং যা আমার ঐ সময়টাতে questions গুলির ans দিতে খুব easy+ comfortable feel করায়।
***এখন আমার কিছু ভয় করতেছে সিলেকশন হবে কী হবে না, কারণ খুব কম সময় নিয়েছে ভাইভাটি,  আর যদিও হয় রিটেনের জন্য সিলেকশনটা,  তাহলে সেটা কতদিনের মধ্যে জানানো হয়****kindly জানাবেন।।
ধন্যবাদ।।

IFIC Bank TSO Initial VIVA Real Experience - 12

Date: Dec/2021
Time-3:29pm
Serial-15
Viva Board:02
Tracking Id-45151*
স্যার: Introduce yourself?
আমি : self introduce korlam.
স্যার: apni....... Bank chilen. ওখানে কি টাই পরে না? আপনি পরেন নি কেন?
আামি : sir, currently job korci too. Tai busy thaka r jonno tie porte pari ni.  
স্যার: ধন্যবাদ।

IFIC Bank TSO Initial VIVA Attend - 13

Initial Interview Experience
Viva date : Dec/2021
Duration : 2-3 minutes
Sir: Tell me about yourself.
Me: Answered
Sir: আপনি তো আপনার ট্রাকেই আছেন। আমরা দেখতে পাচ্ছি আপনি Research এর সাথে জড়িত এবং আপনার লেখাও ছাপানো হচ্ছে। তাহলে কেনো ব্যাংকে আসতে চান?
Me: Answered.
Sir: আপনার তো মাস্টার্স রানিং। তাহলে কিভাবে সব মেনেজ করবেন?
Me: Answered
Sir: Madam আপনার কি কোনো প্রশ্ন আছে ম্যাম?
Medam: ম্যাম বললেন না।
Sir: Okay Akash Saheb. Thanks for Your Journey.
Me: Thank you Sir.

IFIC Bank TSO Initial VIVA Attend - 14

Initial viva experience
Post: MT
Subject: Accounting and Information Systems
Board: 2
1. নাম, বাবা কি করেন
2. কবে পাশ করেছি, এখন কি করি
3. Principles of accounting
4. Golden rule of accounting
5. Is Owner's equity asset or liability ??
TSO এর ভাইবা বাংলায় হলেও MT এরটা ইংরেজিতে হয়। So be conscious !!

IFIC Bank TSO Initial VIVA Attend - 15

Initial viva December/2021
Time: 7-8 mins approximately
Serial : 28 ( board 2)
Start Time: 12:05 pm
২ জন নিয়েছিলেন
বাংলা ইংরেজী সংমিশ্রণে নিয়েছে। বাংলায় জিজ্ঞাসা করলে বাংলায় আন্সার দিয়েছি ইংরেজীতে জিজ্ঞাসা করলে ইংরেজীতে।
১. নিজের সম্পর্কে বলুন ( ইংরেজিতে জিজ্ঞাসা)
২. আপনি ত ইঞ্জিনিয়ার। আপনি কিভাবে ব্যাংকিং সেক্টরে কাজ করবেন?( ইংরেজীতে)
এই কুয়েশ্চন এ আন্সার দিসিলাম আইটি নিয়ে কাজ করব। বাট উনারা বললেন পোস্ট ত আইটির না, তারপর পোস্ট এর নাম জিজ্ঞাসা করলেন এবং সেটা বললাম। এই কুয়েশ্চন এর আন্সারে ডিসকোলিফাই হয়েছি সম্ভবত।
৩. আপনার এচিভমেন্ট কি?
৪. ১০০ মিটার দৌড়ে বাংলাদেশের রেকর্ড কার?
পারিনাই🤦‍♀️
৫. দৌড়ে পৃথিবীতে সবচেয়ে রেকর্ড কার বেশি?
পারিনাই🤦‍♀️
শেষ

Post a Comment

Leave with comments

নবীনতর পূর্বতন

Advertisement

Advertisement