How to prepare English literature for BCS ?
বিসিএস এর জন্য ইংরেজি সাহিত্য কিভাবে প্রস্তুতি নিবেন ?
প্রিলি সিলেবাসে ১৫ নম্বর বরাদ্দ থাকে ইংরেজি সাহিত্য অংশে।আপনি স্ট্র্যাটেজিক্যালি পড়লে ১০/১২ নাম্বার পেতে পারেন।
পড়া শুরুর আগে কি পড়বেন ভালো করে তা স্হির করুন।
প্রথমেই শুরু করুন Period of Literature দিয়ে। এটা থেকে ১ নম্বর কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশী।পিরিয়ড পড়ার সময় সালগুলো সহ মুখস্থ করবেন।
ওল্ড ইংলিশ ও মিডল ইংলিশ পিরিয়ডের একদম গুরুত্বপূর্ণ সাহিত্যের নাম মনে রাখলে হবে।
মূলত রেনেসা যুগ দিয়েই লিটারেচার এর প্রকৃত পদযাত্রা শুরু।
রেনেসা যুগ থেকে Elizabethan period গুরুত্বপূর্ণ।
খেয়াল করে দেখবেন William Shakespeare, Ben Jonson,Christopher Marlowe (কোটেশন)থেকে সবসময়ই প্রশ্ন আসে।University Wits একটু দেখে নিবেন।
Jacobean period এর নাম আসলে অবশ্যই Metaphysical poetry এর কথা মনে হয়।এখান থেকে John Donne,Andrew Marvell, George Herbert ভালো করে পড়বেন।
Caroline Period এ পিরিয়ডের cavalier poet দের নাম বিশেষ করে Robert Herrick ভালো করে পড়বেন।
Commonwealth period এ রাজতন্ত্র ছিলো না।গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মও নেই।মনে রাখার মতো Thomas Hobbes এর leviathan এর নাম এ বলা যায়।
Neo-classical period এর প্রথম অংশ Restoration. এই নামের পিছনের কারণ হলো এ যুগে রাজতন্ত্র Restore হয়ে Charles -2কে রাজতন্ত্রে বসায়।John milton, John Dryden, William Congreve গুরুত্বপূর্ণ। উল্লেখ্য যে এ যুগে Comedy of Manners নামে এক ধরণের Drama লেখা হয়েছিল। প্রণয়, ,উচু তলার মানুষের উদ্ভট, বিশ্বস্ততাহীন সম্পর্ক , ভালোবাসা,তাদের সো কোল্ড লাইফ স্টাইল উঠে এসেছে এখানে।
তারপর Augustan Period এ এসে আমরা দেখি ধারালো স্যাটায়ার।Pope, Swift, Richardson,Defoe পড়বেন।
Age of Johnson এ Henry Fielding, Thomas Gray থেকে প্রশ্ন আসে। তবে Samuel Johnson , Edmund Burke,Scott ও দেখে নিবেন।
Romantic Period এর সবাই গুরুত্বপূর্ণ। Wordsworth, Coleridge, Shelly,keats,Byron,Austenঅবশ্যই ভালো করে পড়বেন।
Victorian Period এ Alfred Tennsyson,Robert Browning, Matthew Arnold, Charles Dickens, Thomas Hardy ভালো করে পড়বেন।
এ যুগের George Eliot,Tolstoy, Allan poe,Thakery,Emily Bronte,Charlotte Bronte এর বিখ্যাত সাহিত্য কর্ম দেখবেন।
Modern period এ লেখক বেশি তবে সব পরীক্ষায় আসে না। তাইG.B Shaw, Conrad,Yeats,Virginia Woolf, D.H Lawrence, E. M forster,James Joyce,Ezra pound,T.S Eliot, Earnest Hemingway, Arthur Miller,Tony Morrison, Robert Frost,William Faulkner, Whitman, Dickinson, Henrick Ibsen ভালো করে দেখবেন।
চরিত্র, কোটেশন গুরুত্বপূর্ণ গুলোই পড়লে চলে।তবে ৪০ তম,৪১তম প্রিলিতে একটু আনকমন কোটেশন এসেছে।এগুলো অনেকগুলোই ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট ছাড়া জানার কথা না।তাই কোটেশন কমন পাব কিনা এইধরনের অহেতুক চিন্তা করে লাভ নেই।
Figure of Speech এ Simile, Metaphor, Alliteration,Assonance, Hyperbole,Personification, Epigram, Antithesis, Satire,Allusion,Allegory,Onomatopoeia এর সংজ্ঞা, উদাহরণ দেখতে পারেন।
ইমা হালিমা
বিসিএস সাধারণ শিক্ষা (ইংরেজি)
৩৮ তম বিসিএস।
Post a Comment
Leave with comments