How do I study English for any bank exam ?
- Cloze Test
- Para-jumbles
- Fill in the blanks
- Reading Comprehension
- Paragraph Completion
- Idioms & Phrases
- Vocabulary/Word Association
- Sentence Completion
- Miscellaneous
- Multiple Meaning
- Error Spotting
- Active/Passive Voices
ব্যাংক প্রস্তুতির জন্য গাদা গাদা বই কেনার দরকার নাই।আমার মতে ব্যাংক যে বইগুলো থাকতে হবে আপনার কাছে বিশেষ করে নতুনদের জন্য কারন তারা সিদ্ধান্ত নিতে পারে না কোন বইগুলো কিনবে।
বাংলা
১. অগ্রদূত বাংলা( শুধু সকল পরিক্ষার বিগত সালের প্রশ্ন পড়লে হবে)
২. নবম ও দশম শ্রেনীর বাংলা ব্যাকরণ ( এই বইটা A2Z মুখস্থ)
৩. সৌমিত্র শিখর স্যারের বাংলা বই থেকে ব্যাকরণ অংশ
ইংরেজি
১. Arif Vocabulary
2. Objective English by Pearson ( Synonym, Antonym, Analogy, One Word Substitution, Idioms & phrases, Spelling)
3. Master English (Gender, Number, Pronouns, Appropriate Preparation, Group Verb, Voice, Narration, Subject Verb Agreement, Sequence of Tense, Right form of Verb, Conditional Sentence, Parallelism & Structure Agreement, Redundancy, Inversion of Verb, Present Subjunctive, Dangling Modifier, Changing Sentence(Simple, Complex, Compound), Correction, Pin point Error, Correct Spelling, Synonym, Antonym, Idioms & Phrases, Foreign Phrase, Single Words, Proverbs, Analogy, Causative Verb,)
বইটা সম্পূর্ন পড়তে পারলে খুব ভাল। যাদের English Grammar ar basic problem তারা Chowdhury & Hossain ar class 8/ class 9-10 এর বই থেকে Grammar part পড়তে পারেন।
গনিত
১. যাদের basic a problem তাদের আমি কোন বই suggest করব না।আমার মতে তারা বিগত পরিক্ষার গনিত গুলো Google & YouTube search দিয়ে ঔ Math গুলো করবে আর basic নিবে।YouTube a একটা indian Channel আছে adda247 এর সব স্যারের ম্যাথ class গুলো দেখবেন যেটা আমি করতাম।
২. Class-8 ও class 9-10 Math Book
৩. Aggarwal Math
4. Examveda Math
5. Ansary Written Math
কম্পিউটার
১. ইজি কম্পিউটার( বইটা খুব ভাল করে পড়তে হবে)
২. Examveda Computer
সাধারন জ্ঞান
Mp3 ( Bangladesh & International)
যে বইটা না থাকলেই নয়
Professor Key to Bank Job
নতুনরা আগে এই বইটা কিনবেন।
ব্যাংকের লিখিত পরিক্ষা প্রিলি পরিক্ষার এক বা দুই সপ্তাহ পরে হয়ে থাকে তাই লিখিত পরিক্ষার প্রস্তুতি প্রিলির পাশাপাশি নিতে হবে খুব ভাল করে।
লিখিতর জন্য
১. ইউসুফ আলী ফোকাস রাইটিং
২. ইউনিক ব্যাংক ফোকাস রাইটিং
৩. Ansary Written math
4. Saifurs Translations & Recent Publication Translations
মোহাম্মদ শওকাতুল আলম
জনতা ব্যাংক লিমিটেড
অফিসার ক্যাশ সুপারিশপ্রাপ্ত
Post a Comment
Leave with comments